অস্ট্রেলিয়ার বৃহত্তম ডাইনোসর

Share Now..

ডাইনোসর বিলুপ্ত হয়েছে বহু আগে। তবে এই প্রাণীটিকে নিয়ে বিজ্ঞানীদের গবেষণার কোনো অন্ত নেই। নানা তথ্যও উদ্ঘাটন করছেন তারা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ডাইনোসরের নতুন একটি প্রজাতি আবিষ্কার করেছেন। ২০০৭ সালে দেশটির কুইন্সল্যান্ডে একটি ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেন তারা। দীর্ঘ গবেষণার পর তারা জানান, এই মহাদেশে খোঁজ পাওয়া বৃহত্তম ডাইনোসর প্রজাতিগুলোর অন্যতম এই ডাইনোসরটি।

বিবিসির এক প্রতিবেদন জানায়, ডাইনোসরের নতুন এই প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘অস্ট্রালোটাইটান কুপারেনসিস’ বা দ্য সাউদার্ন টাইটান। গবেষকদের দাবি, অস্ট্রেলিয়ায় খোঁজ পাওয়া এই ডাইনোসর বিশ্বজুড়ে খোঁজ পাওয়া বৃহত্তম ১৫ ডাইনোসরের একটি। এর আকার একটি বাস্কেটবল কোর্টের সমান। উচ্চতা সাড়ে ছয় মিটার (প্রায় ২১ ফুট) ও দৈর্ঘ্য ৩০ মিটার (প্রায় ৯৮ ফুট) পর্যন্ত হতে পারে।

কুইন্সল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম এই প্রজাতির কঙ্কাল পাওয়া যায়। প্যালেওন্টোলজিস্টরা গত দশক থেকে ডাইনোসরের প্রজাতি শনাক্ত করতে কাজ করছেন। তারা অন্যান্য জানা প্রজাতির সাওরোপডসের সঙ্গে হাড়ের স্ক্যান করে তা তুলনা করেন।

One thought on “অস্ট্রেলিয়ার বৃহত্তম ডাইনোসর

  • September 10, 2024 at 1:34 pm
    Permalink

    Learn more about miscarriage.
    Beneficial treatment is attainable if you stromectol medication Visit today.
    When appendicitis is diagnosed your child will be admitted to the hospital for intravenous by vein fluids, intravenous antibiotics and an appendectomy removal of the appendix.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *