অস্ট্রেলিয়া সিরিজে নেই ব্যাটিং কোচ প্রিন্স
জিম্বাবুয়ে সফরের জন্য খণ্ডকালীন ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এ প্রোটিয়া কোচের কাজে সন্তুষ্ট ক্রিকেটাররা। তাই প্রিন্সের সঙ্গে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে চায় বিসিবি। কিন্তু চুক্তি নবায়নে সম্মত হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ শিবিরে থাকছেন না প্রিন্স।
মূলত দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে নিযুক্ত ছিলেন তিনি। খণ্ডকালীন চুক্তিতে বাংলাদেশ দলের হয়ে কাজ করেছেন প্রিন্স। চুক্তি শেষ না হওয়ায় জিম্বাবুয়ে থেকে স্বদেশে ফিরেছেন সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে পাবে না বাংলাদেশ। মাহমুদউল্লাহদের সঙ্গে ঢাকায় ফিরছেন না তিনি।
গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে নব্য স্পিন কোচ রঙ্গনা হেরাথসহ বাকি বিদেশি কোচরা ফিরছেন দলের সঙ্গে। জানা গেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রিন্স না থাকায় হেড কোচ রাসেল ডমিঙ্গোই ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।