আইসোলেশনে ক্রিকেটাররা

Share Now..

দলগত অনুশীলন শুরু হতে আরও এক সপ্তাহ বাকি। কিন্তু ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে বেশ সরব ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। গতকাল মাঠে আবারও নেমে এলো নিস্তব্ধতা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে দুইবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। যার অংশ হিসেবে সবাই এখন আইসোলেশনে রয়েছেন। অনুশীলন বন্ধ রেখে বাসায় অবস্থান করছেন সবাই।

গতকাল প্রথমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, ক্রিকেটারদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। দুইবার নেগেটিভ রিপোর্ট পাওয়া সাপেক্ষেই টিম হোটেলে প্রবেশের অনুমতি পাবেন সবাই। আগামী ২৪ আগস্ট টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। তারপর হোটেল রুমে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। একই দিনে ঢাকায় এসে কোয়ারেন্টাইনে ঢুকবে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। সফরকারীদের কোয়ারেন্টাইনের মেয়াদও তিন দিন।
বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর ম্যাচগুলো মাঠে গড়াবে। সবকটি ম্যাচই শুরু হবে বিকাল ৪টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *