আগুনে ক্ষতিগ্রস্তদের এমপি নিক্সনের অনুদান প্রদান
ফরিদপুরের সদরপুরের আকোটেরচর ইউনিয়নের সাগর প্রামানিকের ডাঙ্গী ও ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর বাজারকান্দিগ্রামের সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ভাষাণচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি নিজ তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন এমপি নিক্সন।
এ সময় তার সঙ্গে সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, থানা ওসি সুব্রত গোলদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারী, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ বিভিন্ন ইউয়িনের চেয়ারম্যান মেম্বারসহ আওয়ামী ও যুবলীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The ultimate battle awaits—will you emerge victorious? Lucky Cola
The ultimate gaming adventure awaits—are you in? Lucky Cola