আজ বিয়ে করছেন রাজকুমার রাও
বছর খানেক ধরেই গুঞ্জন উঠেছিল বলিউড হিরো রাজকুমার রাও ও তার প্রেমিকা পত্রলেখা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। কিন্তু সেইসব যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বলিউডের তারকা জুটি। তবে আজ বুধবার (১০ নভেম্বর) সত্যি বিয়ে করতে চলেছেন রাজকুমার রাও।
ঘনিষ্ঠ সূত্রের খবর, মুম্বাইতে নয়, তারকাজুটি সাত পাকে বাঁধা পড়বেন চণ্ডীগড়ে। একেবারেই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও দুই পরিবার সাক্ষী থাকছে রাজকুমার-পত্রলেখার বিয়েতে। জাঁকজমক করে নয়, খুব ঘরোয়াভাবেই বিয়ে করছেন দুই তারকা।
ইতিমধ্যেই পত্রলেখার বাড়ির লোকজন শিলং থেকে পৌঁছে গিয়েছেন চণ্ডীগড়ে। রাজকুমারের পরিবারের সদস্যরাও এক এক করে আসছেন। অতিথি তালিকা একেবারেই ছোট। আসলে রাজকুমার ও পত্রলেখাই চেয়েছিলেন তাঁদের বিবাহ আসরে যেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনরাই উপস্থিত থাকেন। চণ্ডীগড় থেকে ফিরে এসে সিনে ইন্ডাস্ট্রির তারকাদের পার্টি দেওয়ার পরিকল্পনাও রয়েছে তারকাজুটি।