আত্মঘাতী হামলাকারীদের পরিবারকে তালেবানের আর্থিক সহায়তা
গত দুই দশকে আফগানিস্তানে অসংখ্য আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সেসব আত্মঘাতী হামলাকারীদের পরিবারকে এবার আর্থিক সহায়তা প্রদান করলো তালেবান।
জানা যায়, আফগানিস্তানে গঠিত তালেবানের অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সারাজুদ্দিন হাক্কানি সেসব পরিবারের সঙ্গে দেখা করেছেন। এসময় তিনি তাদের হাতে আর্থিক সহয়তা হিসেবে ১০ হাজার আফগানি মুদ্রা তুলে দিয়েছেন।
আর্থিক এই অনুদানের জন্য ভুক্তভূগী পরিবারগুলোকে কাবুলের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমন্ত্রণ জানানো হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোসাই এক টুইটে বলেন, আত্মঘাতী হামলাকারীদের পরিবারকে ১০ হাজার আফগানি মুদ্রা ও পরিধানের জন্য কাপড় দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের বসবাসের জন্য জমি বরাদ্দের অঙ্গীকারও দিয়েছি আমরা।
এসময় সায়েদ খোসাই আত্মঘাতী হামলাকারীদের আসল নায়ক হিসেবে আখ্যা দেন।