আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন গ্রিজম্যান
২০১৮ সালে নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে ফ্রান্স। সেই আসরে ফরাসিদের হয়ে দুর্দান্ত ছিলেন অঁতোয়া গ্রিজম্যান। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন মিডফিল্ডার। এছাড়াও সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ দলের ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এবার হঠাৎ করে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন এই ফরাসি তারকা।
তবে চালিয়ে যাবেন ক্লাব ফুটবল। বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদের হয়ে। যা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেন বিশ্বকাপ জয়ী এই তারকা। নিজের অবসর নিয়ে তিনি বলেন, ‘আজ আমি ফ্রান্স দলের একজন খেলোয়াড় হিসেবে অবসর ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বিতা, সাফল্য এবং অবিস্মরণীয় মুহূর্ত দ্বারা চিহ্নিত ১০টি অবিশ্বাস্য বছর কেটেছে। আমার জন্য বিদায় নেওয়ার সেরা সময় এটি এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার সময় এসেছে। ফ্রান্সের জাতীয় দলের জার্সি জড়ানো বিশেষ সম্মানের।’ এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। জাতীয় দলের জার্সি গায়ে ১৩৭টি ম্যাচ খেলে গোল করেছেন ৪৪টি। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম গ্রিজম্যানকে ফ্রান্সের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে ফরাসি কোচ বলেন, ‘আমরা সম্প্রতি তার (গ্রিজম্যান) অবসর নিয়ে অনেক আলোচনা করেছি। ১০ বছর আগে ফ্রান্স দলে তার অভিষেকের পর থেকে আমাদের মধ্যে বিশ্বাস এবং খোলামেলা সম্পর্ক ছিল।’
এছাড়াও এই তারকাকে নিয়ে তিনি আরও বলেন, ‘যদিও তার ক্লাব ক্যারিয়ার এখনো শেষ হয়নি। তবে গ্রিজম্যান ফরাসি ফুটবলের স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে। সে ফ্রান্সের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।’