আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা সবাই জানে: জারিফা
আফগানিস্তান ছেড়ে গোপনে জার্মানিতে পালিয়ে গেছেন দেশটির নারী মেয়র জারিফা গাফারি। তিনি বলেছেন, আফগানিস্তানের প্রতিটি শিশু দেশের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা জানে। শুক্রবার (২৭ আগস্ট) এখবর দিয়েছে আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে গোপনে অকুণ্ঠ সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে। এখন ক্ষমতাই তালেবানের হাতে। জারিফা বলেছেন, আফগানিস্তান আজ যা কিছু সম্মুখীন হচ্ছে, তার জন্য স্থানীয় জনগণ, রাজনীতিবিদ, শিশু এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করা হবে। স্থানীয় জনগণ কখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাদের আওয়াজ তুলেনি.
কদিন আফগানিস্তানে ফিরে আসবেন, আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি আমার দেশ, আমি তৈরি করেছি। দেশটি তৈরি করতে বছরের পর বছর কষ্ট করেছি। আমি আমার দেশ থেকে যে অল্প পরিমাণ মাটি সঙ্গে নিয়ে এসেছি, তা আবার সেখানে নিয়ে যেতে চাই, যেখানে আমি বাস করি। যোগ করেন তিনি।