আফগানিস্তানে ফের র‍্যালিতে তালেবানের গুলি, হতাহতের দাবি

Share Now..

আফগানিস্তানের আসাদাবাদ শহরের এক র‍্যালিতে তালেবানের গুলির ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় উপস্থিত জনতা দৌড়াদৌড়ি শুরু করলে কয়েকজন নিহত হয় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, জালালাবাদ শহরের এক র‍্যালিতে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, র‍্যালিতে অংশ নেওয়া মানুষজন আফগানিস্তানের পতাকা দোলাচ্ছিলেন। আসাদাবাদে হতাহতের ঘটনা গুলি বা ধাওয়ার কারণে ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত নিয়ে কোনো মন্তব্য করেনি তালেবান।
এদিকে একটি কাউন্সিলের মাধ্যমে আফগানিস্তানের সরকার চালানো হতে পারে বলে জানিয়েছেন তালেবানের এক জ্যেষ্ঠ নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি। কাউন্সিল সরকার চালালেও দেশের সর্বোচ্চ নেতা হবেন তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। হাশিমি জানিয়েছেন, তালিবানরা আফগান সশস্ত্র বাহিনীর সাবেক পাইলট এবং সৈন্যদের সাথে যোগাযোগ করবে। তাদের ফের কর্মস্থলে ফিরে আসার কথা বলা হবে। আখন্দজাদা সম্ভবত কাউন্সিলের প্রধানের উপরে একটি ভূমিকা পালন করবেন, যিনি দেশের রাষ্ট্রপতির অনুরূপ হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *