আফগানিস্তানে মানবিক সংকট আরও গভীর হচ্ছে: জাতিসংঘ
Share Now..
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, আফগানিস্তানে মানবিক সংকট ক্রমেই খারাপ হচ্ছে। অন্তত দুই কোটি মানুষের এখনই সাহায্য প্রয়োজন। বুধবার (১৩ অক্টোবর) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ফাইভ।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আফগানিস্তানের পতন ঠেকাতে অর্থনীতিতে নগদ টাকার ‘ফ্লো’ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ইউএনএইচসিআর মুখপাত্র বাবর বালুচ জানান, সংস্থাটি আফগানিস্তানের সীমানার ঠিক বাইরে একটি লজিস্টিক হাব প্রতিষ্ঠার চেষ্টা করছে। এখান থেকে দেশটির বাস্তুহারা মানুষকে সাহায্য করা হবে।
মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, তীব্র খরা এবং চাষে ব্যাঘাতের সঙ্গে সামনে শীত ঘনিয়ে আসায় খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি বেড়েছে।