আফগানিস্তানে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করতে হবে: মোদি

Share Now..

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আজ আফগানিস্তানে কী হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। সেখানে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পূর্ণাঙ্গ বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন বলে উল্লেখ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

মোদি বলেন, ‘ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব, এই বিস্তীর্ণ অঞ্চল প্রগতিশীল সংস্কৃতি, মূল্যবোধ ও মধ্যপন্থার এক দুর্গ ছিল। বহু শতক আগে এখানেই সুফিবাদ বিস্তার লাভ করেছিল। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে তাকালেই তা আমরা দেখতে পাব। সেই ঐতিহ্যের ওপর দাঁড়িয়েই এসসিওকে উগ্রপন্থা ও কট্টরবাদের বিরুদ্ধে এক গ্রহণযোগ্য অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, উগ্রবাদ বা মৌলবাদ রুখতে সংযোগ জরুরি। যোগাযোগ জরুরি। কিন্তু তা কখনো একপক্ষীয় হতে পারে না। দ্বিপক্ষীয় আলোচনা, সহযোগিতা ও স্বচ্ছতাকে সামনে রেখেই তা সম্ভব। সব দেশের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান ও মর্যাদা দেওয়া প্রয়োজন। কট্টরবাদের মোকাবিলায় সর্বগ্রাহ্য যোগাযোগকে ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *