আবাসিক সুবিধা না নিয়ে সশরীরে পরীক্ষা দিতে পারবে ইবি শিক্ষার্থীরা

Share Now..


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,ইবি-
আগামী ১২ সেপ্টেম্বর থেকে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) বিভাগগুলোতে অনার্স-মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা অনলাইন অথবা সশরীরে নেয়ার অনুমোদন দিয়েছেন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার ( ০৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) একে আজাদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে, ১২ সেপ্টেম্বর থেকে বিশ^বিদ্যালয়ের নিয়মিত অনার্স-মাস্টার্স পরীক্ষার্থীদের রিটেক/ফাইনাল পরীক্ষা শেষ হতে আংশিক বাকী এমন কোর্সসমূহ, মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষা অনলাইনে বা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। যেসকল বিভাগের টার্মিনাল পরীক্ষাসমূহ শেষ হয়েছে কিংবা এমন ব্যাচ নেই, সেসকল বিভাগ অন্য ব্যাচের পরীক্ষা নিতে পারবে। তবে একই দিনে কোন বিভাগ একটি ব্যাচের বেশি পরীক্ষা নিতে পারবে না। আবাসিক সুবিধা না নিয়ে সেসকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইবে সেসকল বিভাগ শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নিতে পারবে।

বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিভাগগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা সশরীরে নিতে পারবেন। তবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আবাসিক সুবিধা পাবেনা। বিভাগসমূহ চাইলে অনলাইনেও নিতে পারবেন। বিভাগগুলো একাডেমিক কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নিবেন। সরকারী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত হল বন্ধ থাকবে।
এর আগে গত ১৭ আগস্ট অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার অনুমোদন দেয় বিশ^বিদ্যালয় প্রশাসন। ওই বৈঠকে অনলাইন পরীক্ষা সংক্রান্ত নীতিমালাও প্রকাশ করা হয়। পরে নীতিমালার আলোকে কয়েকটি বিভাগ অনলাইনে পরীক্ষা সম্পন্ন করে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর ) শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর আজ শনিবার এক জরুরী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *