আর্জেন্টিনা দলে ফিরলেন দিবালা
Share Now..
বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আগামী মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) ম্যাচের জন্য আর্জেন্টাইন দলে ফিরেছেন পাওলো দিবালা। এছাড়া ইনজুরি সত্ত্বেও লিওনেল মেসিকেও দলভুক্ত করা হয়েছে।
উভয় খেলোয়াড়কে নিয়েই ফিটনেস শঙ্কা থাকলেও প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩০ সদস্যের দলে তাদেরকে বিবেচনা করেছেন লিওনেল স্কালোনি।
আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর তিন দিন পর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৪ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পেরু।
কনমেবল অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচে পাঁচটি জয়সহ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সমসংখ্যক ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে সম্ভাব্য ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে ব্রাজিল।