আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় চালক নিহত
Share Now..
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বন্ডবিল রেল গেটের সামনে ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক তরিকুল ইসলাম (২২) নিহত হয়েছে। আজ সোমবার (২৬ জুলাই) ভোর ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর মাঠপাড়া গ্রামের জাহের আলীর ছেলে।
পুলিশ জানায়, আজ সোমবার (২৬ জুলাই) ভোরে তরিকুল বাড়ি থেকে চুয়াডাঙ্গায় ফল আনতে যাচ্ছিল এসময় আলমডাঙ্গার বন্ডবিল রেল গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তরিকুল নিহত হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আলমসাধু চালককে ধাক্কা দিয়ে পালিয়েছে।