আল্লুর পরনে শাড়ি, নাকে নথ, গলায় লেবুর মালা
পুষ্পা মুক্তির পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন পুষ্পা ২ এর জন্য। তবে ভক্তদের আর বেশি অপেক্ষা করালেন না আল্লু অর্জুন। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আনলেন পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। তাকে এই পোস্টারে ভয়াল রূপে দেখা গিয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) মুক্তি পায় পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। এই তেলুগু অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার পোস্ট করেন।
অভিনেতার পোস্ট করা পোস্টারে তাকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপে। তার পরনে রয়েছে শাড়ি। সঙ্গে কানে, গলায়, নাকে ভারী গয়না। তার সারা গায়ে রং। ডান হাতে ধরা বন্দুক। এই রূপ দেখে শিউরে উঠেছেন অনেকেই। আর আন্দাজ পেয়েছেন এই ছবি বড় কিছু হতে চলেছে।
পুষ্পা দ্য রাইজ ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন সুকুমার। এখানে উঠে এসেছিল এক কুলির গল্প সঙ্গে লাল চন্দনকাঠ চোরাচালানের ঘটনা। পুষ্পা ১-এ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছিল। অন্যদিকে জানা যাচ্ছে পুষ্পা ২ ছবিতে সাই পল্লবীকে দেখা যেতে পারে।
Level up faster—power up and dominate today! Lucky Cola