ইতালির বিমান লক্ষ্য করে নয়, কাবুলে ভিড় নিয়ন্ত্রণে বাতাসে গুলি করা হয়
Share Now..
কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইতালির একটি সামরিক বিমান লক্ষ্য করে গুলি করা হয় বলে জানিয়েছিল বার্তাসংস্থা রয়টার্স। এখন আরেকটি সরকারি সূত্রের বরাতে তারাই বলেছে, বিমান লক্ষ্য করে নয়, বিমানবন্দরের ভিড় নিয়ন্ত্রণ করতে বাতাসে গুলি করে আফগান বাহিনী। সেগুলোই বিমানটির আশপাশ দিয়ে বেরিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানানো হয়। এর আগে, রয়টার্সের প্রতিবেদনেই বলা হয়, ফ্লাইটটিতে ভ্রমণকারী একজন ইতালীয় সাংবাদিক স্কাই ২৪ টিজিকে জানান, বিমানটিতে প্রায় ১০০ জন আফগান বেসামরিক নাগরিক ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি গুলির মুখে পড়ে। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই কথা বলেছিল। এখন জানা গেল, গুলি বিমান লক্ষ্য করে হয়নি।