ইবিতে জাতীয় শোকদিবস পালিত
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনে শোকদিবস পালিত। দিনটিতে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচি অনুযায়ী ১৪ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম করা হয়।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভার:) এইচ. এম. আলী হাসান। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টগণ। পতাকা উত্তোলন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে এক শোকর্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হয়।
সকাল ১০ টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভার:) উপস্থিত ছিলেন। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পরিষদ, বিভিন্ন ফোরাম, বিভিন্ন অনুষদ, হল, বিভাগ, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এরপর জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহিদের বিদেহী আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় মসজিদসহ সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
ইবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণের মধ্যদিয়ে শক্তি এবং সাহস যোগাতে হবে। বঙ্গবন্ধু বাঙালি জাতির আদর্শ, তিনি আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন, ঘাতকেরা মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে দেশকে ৪৭ বছর পিছিয়ে দিয়েছে। ভিসি বলেন, বঙ্গবন্ধু তাঁর সাড়ে ৩ বছরের শাসনামলে দেশের প্রতিটি উন্নয়নে স্পর্শ করেছিলেন। তিনি বলেন, আসুন আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০২২ উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাইস চ্যান্সেলর ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন।