ইবির আবাসিক হল খোলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

Share Now..

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-

আবাসিক হল খোলা নিয়ে প্রভোস্টদের সঙ্গে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ অক্টোবর) দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে ৮টি হলের প্রভোস্টবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দ ও রেজিস্ট্রার(ভারঃ) মুঃ আতাউর রহমান।

সভায় আবাসিক হলগুলো খোলার আগে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে আলোচনা করা হয়। সভায় হল খোলার সময় শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের হলে প্রাধান্য, গণরুম না রাখা, অছাত্রদের তথা যাদের শিক্ষাজীবন শেষ হয়েছে তাদের হল ত্যাগে বাধ্য করা এবং কমপক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের হলে তোলার ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া হল খোলার আগে ও পরে সার্বক্ষনিক হলে প্রভোস্টসহ হাউস টিউটরদের হলে অবস্থানের ব্যাপারেও আলোচনা হয়।

হল খোলার বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, হলগুলোর সার্বিক প্রস্তুতি নিয়েই মূলত মতবিনিময় হয়েছে। শিক্ষার্থীদের হলে উঠাতে আমার হল সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় হল কবে খুলছে তা জানা যাবে। তবে ক্লাস শুরুর কমপক্ষে তিনদিন আগে আবাসিক হল খুলে দেয়া হবে বলে জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *