ইবির দুই বিভাগের নতুন সভাপতি নিয়োগ

Share Now..

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের নতুন সভাপতি নিয়োগ দিয়েছেন বিশ^বিদ্যালয় প্রশাসন। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম আগামী তিন বছরের জন্য তাদের এ পদে নিয়োগ প্রদান করেন। আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের নতুন সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদ নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে তাদেরকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুনকে সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে বিভাগের সভাপতির দায়িত্ব হতে অব্যহতি দেয়া হয়েছে।
এদিকে উন্নয়ন অধ্যয়ন বিভাগের পরবর্তী সময়ে নির্দেশ না দেয়া পর্যন্ত সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিনকেও একই দিন থেকে সভাপতির পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ দায়িত্ব পালনের জন্য নতুন সভাপতিদ্বয় নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি সাহিদা আখতার আশা বলেন, ‘আমাকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আজই যোগদান করেছি। বিভাগকে তরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *