ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি আবেদন শুরু ৭ অক্টোবর
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-
ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৭ অক্টোবর থেকে। যা চলবে আগামী ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। রবিবার (৩ অক্টোবর) বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু.আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ নভেম্বর ‘ডি’ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদভূক্ত তিনটি বিভাগে মোট ২৪০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ২০১৭ বা ২০১৮ সালে মাধ্যমিক এবং ২০১৯ বা ২০২০ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত পন্থায় ৮৫০ টাকা মোবাইল/অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্তপূরণ সাপেক্ষে বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষায় সর্বমোট নম্বর ১২০। তন্মধ্যে ৪০ নম্বর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ স্কোর এবং ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে। বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
জানা যায়, বিশ^বিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও অন্য কোন বিশ^বিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় ‘ডি’ ইউনিটের অধীনে স্বতন্ত্রভাবে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া, প্রবেশপত্র গ্রহণ, পরীক্ষার সময়সূচী, বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তি নির্দেশিকা ও বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িরঁ.ধপ.নফ/ধফসরংংরড়হ) পাওয়া যাবে।