ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

Share Now..


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-
গুচ্ছ পদ্ধতি ব্যতিরেকে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছপদ্ধতিতে হলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় ‘ডি’ ইউনিটের অধীনে স্বতন্ত্রভাবে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ইবি কর্তৃপক্ষ।
ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান জানান, বিশ্ববিদ্যালয়ের অধীনে আগের নিয়মে ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি দুয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। সম্ভাব্য ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।
উল্লেখ্য, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের অধীনে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এণ্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে। বিভাগগুলোতে ৮০ টি করে মোট ২৪০ টি আসন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *