ইরানের নতুন প্রেসিডেন্টকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি রুহানির

Share Now..

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। গতকাল শনিবার রাইসির কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

ড. হাসান রুহানি বলেন, আগস্টের শুরুতে নতুন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত আগামী ৪৫ দিন নবনির্বাচিত প্রেসিডেন্টকে আমরা সম্পূর্ণ সহায়তা করবো এবং তার পাশে দাঁড়াবো।

ইরানের নতুন প্রেসিডেন্টকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি রুহানির

এদিকে, রাইসিকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ মধ্যপ্রাচ্যের নেতারা। এ সময় তারা ইরানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেন।
অভিনন্দন জানানো অন্যান্য নেতাদের মধ্যে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, দুবাই শাসকের ভাইস-রাষ্ট্রপতি এবং ডি ফ্যাক্টো শেখ মোহাম্মদ বিন রাশিদ, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন বিন জায়েদ, ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়েদ এবং ফিলিস্তিনের গাজা ভিত্তিক সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *