ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি করোনা আক্রান্ত মৃত ৭৯ তম লাশ দাফন সম্পন্ন

Share Now..

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি করোনা আক্রান্ত মৃত ৭৯ তম লাশ দাফন সম্পন্ন করলো। মোঃ কামরুজ্জামান তুহিন ,বয়স-৪৬,পিতা মোঃজয়নউদ্দীন,গ্রাম-চন্ডিপুর,খাজুরা বাজার,ইউনিয়ন -জহুরপুর,উপজেলা -বাঘারপাড়া, যশোর করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ  সদর  হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায়  ১৬-০৬-২০২১ তারিখ সকাল ১০.০০ টায়  ইন্তেকাল করেন।তাকে অসুস্থ অবস্থায় ১৫-০৬-২০২১ তাং সকাল ৬.০০টায় ঝিনাইদহ  সদর  হাসপাতালে ভর্তি করা হয়।তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলা জহুরপুর ইউনিয়নে সচিব পদে চাকরীতে কর্মরত ছিলেন। মৃত কামরুজ্জামান ঝিনাইদহ জেলা জজ আদালত এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট জনাব মোঃ রফিকুল ইসলামের আপন ভগ্নিপতি।  ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান মহোদয়ের অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইদহ সদর উপজেলার  উপজেলা দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক  মাওঃশাহিনুর রহমান  এর নেতৃত্বে নিজ গ্রামের  গোরস্থানে আজ বিকালে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৭৯ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *