ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি সদর, হরিনাকুন্ড ও শৈলকূপা উপজেলায় করোনা আক্রান্তে মৃত ৩ জনসহ মোট ১৫৬ তম লাশ দাফন সম্পন্ন করলো।

Share Now..



মোছাঃসাজেদা খাতুন,বয়স-৪২,
স্বামীঃমোঃ হারুন-অর-রশিদ
গ্রামঃকন্যাদহ,ডাকঘরঃ কন্যাদহ, উপজেলা -হরিণাকুণ্ডু,ঝিনাইদহ গত
২৩-০৭-২০২১ তাং করোনা উপসর্গ দেখা দিলে ঝিনাইদহ সদর হাসপাতালে ডাক্তার এর পরামর্শ নেন। ২৭-০৭২০২১ তাং ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।রিপোর্ট আসার পূর্বে ২৯-০৭-২০২১ তাং ভোর ৪.১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোছাঃফাতেমাবেগম,বয়স-৭৫,
স্বামী ইজ্জত আলী মন্ডল, গ্রাম- কাশিমপুর,পোষ্ট – জালালপুর, সদর উপজেলা,ঝিনাইদহ করোনা আক্রান্ত হয়ে গত ১৩-০৭-২০২১ তাং যশোর সদর হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসা অবস্থায় ২৮-০৭-২০২১ তাং রাত ১১.৩৫ টায় হাসপাতালে ইন্তেকাল করেন। ২৯-০৭-২০২১ তাং সকালে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
নিতাই সাহা,বয়স-৬৫, পিতা মৃত- জগবন্ধু সাহা,গ্রাম- ফুলহরি,উপজেলা – শৈলকূপা,ঝিনাইদহ করোনা আক্রান্ত হয়ে গত ১৫-০৭-২০২১ তাং ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হয়।চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ২৯-০৭-২০২১ তাং সকাল ৫.৩০ টায় পরলোকগমন করেন। লাশ সৎকারের জন্য কোন লোক না পাওয়ায় মৃতের প্রতিবেশী বাংলা ৭১ পত্রিকার সাংবাদিক অরিত্র কুন্ড ইসলামিক ফাউণ্ডেশন ঝিনাইদহকে বলেন আমিও থাকবো আপনারা আপনাদের দাফন কমিটিকে বলেন দিন যাতে লাশটিকে মাটি দিতে পারি।এরপর ইসলামিক ফাউণ্ডেশন শৈলকূপা দাফন কমিটি দুপুর ১.১৫ টায় ফুলহরি শ্মশানে মাটি দেয়।
স্ব- স্ব উপজেলার উপজেলা দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকের মাধ্যমে উক্ত ৩ জনের মরদেহের দাফন ও সৎকারের কাজ সম্পন্ন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১৫৬ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন ও সৎকার সম্পন্ন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *