ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি সদর উপজেলায় করোনা আক্রান্তে মৃত ৩ জনসহ মোট ১৫৯ তম লাশ দাফন সম্পন্ন করলো।
এ্যাডভকেট বাচ্চু মিয়া, বয়স-৪২, পিতা মৃত কেরামত আলী,আদর্শপাড়া শহরতলী সড়ক, ঝিনাইদহ গত ২২-০৭-২০২১ তাং করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ২৯-০৭-২০২১ তাং সকাল ৯.২৫ টায় ইন্তেকাল করেন। রাত ৯.৩০ টায় ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। তিনি ঝিনাইদহ জজ কোর্টে আইন পেশায় জড়িত ছিলেন।
আব্দুল আজিজ,বয়স-৫০, পিতা মৃত আবু ইসাহকমন্ডল,গ্রাম-ফুরসুন্দি লক্ষীপুর, সদর উপজেলা,ঝিনাইদহ করোনা আক্রান্ত হয়ে গত ২০-০৭-২০২১ তাং পপুলার হাসপাতাল ঢাকায় ভর্তি হয়।চিকিৎসা অবস্থায় ২৯-০৭-২০২১ তাং দুপুর ১.৩০টায় হাসপাতালে ইন্তেকাল করেন। ৩০-০৭-২০২১ তাং সকালে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি হাটগোপাল বাজারে ব্যবসা করতেন।
মোঃ আদিল উদ্দিন,বয়স-৭০, পিতা মৃত- গণি বিশ্বাস,কাঞ্চননগর, মডার্ণপাড়া,ঝিনাইদহ করোনা উপসর্গ নিয়ে গত ২৫-০৭-২০২১ তাং ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হয়।চিকিৎসাধীন অবস্থায় করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ৩০-০৭-২০২১ তাং সকাল ৯.৩০ টায় ইন্তেকাল করেন।বাদ জুমআ ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রট জনাব মোঃ মজিবর রহমান মহোদয়ের আনুমোদনক্রমে
সদর উপজেলার উপজেলা দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকের মাধ্যমে উক্ত ৩ জনের মরদেহের দাফন কাজ সম্পন্ন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১৫৯ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন ও সৎকার সম্পন্ন করা হলো।