ঈদগাহ মাঠে জমি দান করে হচ্ছেন স্কুলের সভাপতি !
শৈলকুপা প্রতিনিধি:
জমি দান করা হয়েছে ঈদগাহ মাঠের নামে অথচ দাতা সদস্য হিসাবে হচ্ছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার বাহির রয়েড়া গ্রামের। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাহির রয়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়র নতুন কমিটি হতে যাচ্ছে। আর সভাপতি পদ নিয়ে শুরু হয়েছে তোড়জোড়।
একসময় বাহির রয়েড়া গ্রামটির ঈদগাহ মাঠের নামে এউয়াজ সুত্রে ৯ শতক জমি দান করেন হোসেন মন্ডল। যার দাগ নাম্বার সাবেক ১৩১২০, খতিয়ান নাম্বার ১১২৭৯। এই খতিয়ানের আরো জমি ইদগাহ মাঠের নামে দান করা আছে।
একই জমিই আবার আরএস রেকর্ডে বাহির রয়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে হয়েছে। সেই সূত্রে জমিদাতা হিসাবে সভাপতি হতে চলেছেন হোসেন মন্ডলের ছেলে মামুন মন্ডল। একই জমি দু’জায়গাতে নিয়ে দেখা দিয়েছে সংকট।
এরকম পরিস্থিতিতে এলাকাবাসীর মাঝে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আশা করছেন। তারা শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
এব্যাপারে বাহির রয়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া প্রায় শেষের পথে, তবে দাতা সদস্য নিয়ে কিছু কথা তৈরী হয়েছে। তিনি বলেন বিদ্যালয়ের জমিদাতা হিসাবে একাধিক ব্যাক্তি দাবি করেছিল তবে এক রেকর্ডে শুধুমাত্র মামুন মন্ডলের কাগজ পাওয়া গেছে, অন্য দাবিদারের কোন কাগজ পাওয়া যায়নি। এ মর্মে তিনি শিক্ষা অফিসে একটি প্রতিবেদন দিয়েছেন।
এদিকে বাহির রয়েড়া গ্রামের মামুন মন্ডল দাবি করেছেন, গ্রামের ঈদগাহ মাঠের নামে তাদের কোন জমি দেয়া নাই। যে জমি দান করা আছে তা বাহির রয়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামেই, অন্য কোথাও নয় ।