ঈদে ৯৯৯ নম্বরে ফোন করে নেওয়া যাবে পুলিশি সহায়তা
Share Now..
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে ৯৯৯ নম্বরে ফোন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জানানো হয়, ৯৯৯ জরুরি সেবা পুলিশ পরিচালিত একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে দেশের নাগরিকদের জরুরি সেবা দেওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এই সেবা। যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল নাম্বার থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা পাবেন।