এন্ড্রু কিশোরের স্মৃতিতে কাতর হানিফ সংকেত
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোর। সিনেমার গানে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। অডিও গানেও তার বিচরণ ছিল উল্লেখযোগ্য। কালজয়ী ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন বরেণ্য এই গায়ক। ইত্যাদি’র পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেতের সঙ্গে এন্ড্রু কিশোরের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধুত্ব দীর্ঘ ৪০ বছরের। তাই এন্ড্রু কিশোরের চলে যাওয়ায় অন্য যে কারোর চেয়ে অনেক বেশি দুঃখ পেয়েছেন হানিফ সংকেত।
আজ ৬ জুলাই এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনেই মৃত্যুবরণ করেন নন্দিত এই শিল্পী। বিশেষ এই দিনে তাই বন্ধুকে স্মরণ করতে ভোলেননি হানিফ সংকেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিল্পীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন হানিফ।
দেখতে দেখতে একটি বছর হয়ে গেলো কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না, অথচ এটাই সত্যি। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য।তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে একটি বছর হয়ে গেলো কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না, অথচ এটাই সত্যি। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিল বেশি। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই কিশোর পেয়েছে প্লেব্যাক সম্রাটের উপাধি। গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো। অবশেষে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে গত বছরের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।’