এবার একসঙ্গে সজল-কনা
টিভি নাটকের জনপ্রিয় তারকা সজল। অন্যদিকে চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। এবার দুই অঙ্গনের এ দুই তারকা এক হলেন মিউজিক ভিডিওতে। কনার গাওয়া ‘তোমাকে ভেবে’ শিরোনামের গানে তাদের দুজনকে দেখা যাবে। গানটি লিখেছেন জামাল হোসেন।সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পুনম মিত্র। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিক থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কনা।তিনি বলেন, ২০১২ সালের পর ফের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। গানটি শোনার পর থেকেই আমার বেশ ভালো লাগে। এটি একটি স্যাড গান। স্যাড গানে অভিনয়টা জরুরি। এরপর যখন মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত হয় তখন ভাবলাম এমন একজনকে নিতে হবে যে ভালো কিছু দিতে পারবে। সেখান থেকে আমি সজল ভাইকে প্রস্তাব দিই।তিনি আরও বলেন, এরআগে সজল ভাইয়ের সঙ্গে আমি কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার বোঝাপড়াও ভালো বলতে পারি। নাটকের পর এবার মিউজিক ভিডিওতে আমাদের দেখা যাবে।
Your quest for glory starts now—play today! Lucky Cola