‘এলাকার উন্নয়ন করে আমার ঈমানি দায়ীত্ব পালন করছি’
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। চরভদ্রাসে আর একটি রাস্তাও কাঁচা থাকবে না। আপনারা আমাকে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করছেন। আমি আপনাদের এলাকার উন্নয়ন করে আমার ঈমানি দায়ীত্ব পালন করছি।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে একটি স
তিনি বলেন, এ উপজেলা প্রধান সমস্য ছিল, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ আমরা করে ফেলেছি। এছাড়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ গিয়ে আলোকিত হয়েছে দুর্গম চরাঞ্চল। উপজেলাবাসীর আর একটা দাবি রয়েছে গোপালপুর টু চরমইনুট ফেরি সার্ভিস চালু করা। পদ্মা সেতু চালু হওয়ায় অনেক বড় বড় ফেরি বসে আছে। যা আমরা চাইলেই যে কোন সময় আনতে পারব। নদী ড্রেজিংয়ের পাশাপাশি আলোচনা চলছে সদর বাজারটাকে বাচাঁনোর জন্য জেলখানার পাশ দিয়ে একটি বাইপাস সড়ক হওয়ার। গাড়ি চলাচলের জন্য সড়ক প্রসস্ত করণের কাজ শেষ হলেই এই রুটে বড় বড় ফেরি চালু হবে। ইতোমধ্যে (ভাঙ্গা, সদপুর ও চরভদ্রাসনে) উন্নয়ন কাজের জন্য সারে চারশ কোটি টাকা পাশ হয়েছে।
তিনি বলেন, খুব শিগগিরই সারে আট কোটি টাকা ব্যয়ে এই উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হবে। যার কাজ ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে শুরু হবে। সামনে নির্বাচন আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চরভদ্রাসনকে মডেল উপজেলায় রুপদিতে সকলে একযোগে কাজ করুন।
এদিকে, একই দিন ব্যক্তিগত তহবিল হতে ফরিদপুরের চরভদ্রাসনের হাজীডাঙ্গী ও খালাসী ডাঙ্গী গ্রামে আগুনে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের প্রত্যেককে নগদ বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান নিক্সন চোধুরী।
এছাড়া উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী পান্নার বাড়ি হতে ভিআরআরপি প্রকল্পের আওতায় এক কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ২৮৯ টাকা ব্যয়ে বালিডাঙ্গী বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন নিক্সন চৌধুরী।