ওমানের কাছে হেরে শেষটাও মলিন বাংলাদেশের
Share Now..
বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচেও পরাজিত হলো বাংলাদেশ। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ বাহিনীকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ওমান।
এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে মরুর রাষ্ট্রটি। একের পর এক আক্রমণে গোলবার কাঁপিয়ে তোলেন ওমানি খেলোয়াড়রা। ২২তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় তারা। গোলটি করেন আল গাফরি।
বিরতির পর ৬১তম মিনিটে খালিফ আল হাজরির গোলে স্কোর ২-০ করে ওমান। ম্যাচের ৮১ মিনিটে তিনি আরো একটি গোল করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে।রো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে ওমান। ৮০ শতাংশ বল দখলে ছিল তাদের। বিপরীতে মাত্র ২০ শতাংশ নিজেদের কাছে রাখতে পেরেছে জেমি ডে’র শীর্ষরা।