ওয়ানডে ও টি-২০ না খেলেই দেশে ফিরছেন মুশফিক

Share Now..

জিম্বাবুয়েতে রওনা দেয়ার আগেই মুশফিকুর রহিম জানিয়েছিলেন, জিম্বাবুয়েতে টেস্ট আর ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন তিনি। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেয়া ছিলো তার। তবে এবার ওয়ানডে সিরিজেও এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে পাচ্ছে না বাংলাদেশ। আজই (বুধবার) দেশে ফিরে আসছেন তিনি।

বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন মুশফিক। তার একদিন পরই উল্টে গেল পুরো দৃশ্যপট। এবার ওয়ানডেও না খেলে ফিরছেন মুশি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারিবারিক কারণে আজ বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুশফিক। একইসঙ্গে তার পারিবারিক বিষয়কে শ্রদ্ধা জানানোরও অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগ এবং এরপর জিম্বাবুয়ে সিরিজ, সবমিলিয়ে টানা বায়োবাবলে হাঁপিয়ে উঠেছেন বলে জানান মুশফিকুর রহিম। সে হিসেবেই ছুটি নিয়েছিলেন টি-টোয়েন্টি সিরিজ থেকে।
জিম্বাবুয়ের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে মুশফিক খেলবেন কিনা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *