কবির প্রেম ও বিরহ নিয়ে ‘নুরুলের শেষের কবিতা’

Share Now..

জনপ্রিয় অভিনেতা নিকুল মণ্ডল। নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। দেখা দিয়েছেন ‘দেবী’র মতো সিনেমাতেও। এবার তিন হাজির নতুন পরিচয়ে। নাটক নির্মাণ করলেন তিনি। নাম ‘নুরুলের শেষের কবিতা’। এ নাটকটি রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ।

নাটকটিতে এক কবির নিরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে। যেখানে দেখা যায় প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে উঠা। সেই প্রেমিকাকে হারানোর শোক বুক নিয়ে বেড়ান তিনি।
নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত তারকা ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাজিয়া হক অর্ষাকে। এছাড়াও নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার হোচিমিন।নাটকটির জন্য একটি গান লিখেছেন এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। অনুরুদ্ধ সুরের সুরে সুমন কল্যাণের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এপি শুভ। এর ডিওপি হিসেবে ছিলেন সুমন হোসাইন।

নুরুলের শেষের কবিতা’ নাটক প্রসঙ্গে নিকুল মন্ডল বলেন, ‘এ নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। আমি ধন্যবাদ জানাই আমার এ নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। খুব ভালো একটি টিম পেয়েছি বলে কোনো বাজে অভিজ্ঞতা ছাড়াই নাটকটির কাজ শেষ করতে পেরেছি। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।’

নিকুল তার নাটকের গল্প প্রসঙ্গে জানান, ‘মহল্লার একসময়ের ডাকসাইটে সুন্দরী কবিতা অনেকদিন পর মহল্লায় ফিরে আসে। স্বামীর সঙ্গে সে কলকাতায় থাকতো৷ হঠাৎ কেন সে ফিরে এলো তা জানা যায় না। তবে তার মলিন মুখ দেখে অনেকে কষ্ট পায়, অনেকে নানারকম গল্পও ছড়ায়। কেউ বলে কবিতার স্বামী তালাক দিয়েছে। কেউ বলে কবিতা বিধবা হয়ে ফিরে এসেছে। কবিতা বা তার পরিবার এসব নিয়ে মুখ খুলে না। এদিকে কবিতার প্রত্যাবর্তনে উল্লাস বয়ে যায় মহল্লার কবি সংঘে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *