কয়রায় জামায়াতে ইসলামী চার’শ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২ টায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা মহিলা মাদ্রাসায় গরিব-দুস্থদের ৪০০’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা সুজাউদ্দীন, বাগালী ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের সেক্রেটারি এনামুল কবির, উত্তর বেদকাশী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসাবে দেওয়া হয় ২৫ কেজি চাউল, ২লিটার সোয়াবিন তেল, ২ প্যাকেট চিনি, সেমাই, লুডুস। উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান বলেন-বাংলাদেশ জামায়াত ইসলাম সবসময় গণমানুষের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে। আমরা দল মত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।