করোনায় কেড়ে নিল ইবি কর্মকর্তার প্রাণ

Share Now..


বিশ^বিদ্যালয় প্রতিবেদক, ইবি-
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা জামিনুর রহমান দুদু (৫০)। তিনি বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সহকারী রেজিস্ট্রার। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও আইন বিভাগের শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৯ জুন) আনুমানিক সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা বাদ আসর তার নিজ বাড়ি ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুরে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের ভাগ্নে তওফিকুর রহমান তুষার জানান, ‘তিনি প্রায় এক সপ্তাহ যাবৎ ঠাণ্ডা জ্বর, সর্দি,শ^াসকষ্ট ও কাশিতে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে করোনাজনিত কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। পরে আনুমানিক ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
এদিকে কর্মকর্তা জামিনুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক গৌতম কুমার দাস পৃথক শোক-বার্তায় শোক জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *