কলারোয়ায় ঢাকা জজ কোর্টের আইনজীবীকে পিটিয়ে জখম
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল গফ্ফার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই আইনজীবী উপজেলার যুগিখালী গ্রামের মৃত দিসারাত মোড়লের ছেলে। বর্তমানে তাকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে আহত আইনজীবী জানান-তার গ্রামের বাড়ী সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালীতে। তিনি করোনা কালিন সময়ে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসেন এবং তার গ্রামের বাড়ীতে একটি মৎস্য ঘেরও আছে। তার পিতা মারা যাওয়ার পরে জমাজমি সম্পত্তি অন্যান্য ভাইয়েরা ভোগ দখল করে খাওয়ার চেষ্টা করে। তিনি আইনজীবী হওয়ায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে তার পৈত্রিক সম্পত্তি গুলো ভাগ করে নেন। এতে অন্যান্য ভাইয়েরা তার উপর ক্ষিপ্ত থাকে। গত ১জুন সন্ধ্যা ৬টার দিকে কোন কারণ ছাড়াই তার ভাই আঃ জব্বার মোড়ল, ভাবী রহিমা খাতুন, ভাইপো নাজমুল হোসেন, এনামুল হোসেন রাস্তার মোড়ে ফেলে বেধড়ক মারপিট করে নিলা ফোলা জখম করে। এই কথা এলাকাবাসীকে জানিয়ে বিচার দাবী করায় আবারও গত ২জুন সকাল ৮টার দিকে তারা দলবদ্ধ হয়ে আইনজীবীকে তার ঘরের মধ্যে ফেলে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এঘটনায় আইনজীবী আব্দুল গফুর বলেন তিনি একটু সুস্থ্য হয়ে কলারোয়া থানায় অভিযোগ দিবেন।