কানের ক্রিটিকস উইকে আরব নির্মাতার ইতিহাস

Share Now..

কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ক্রিটিকস উইকের সর্বোচ্চ পুরস্কার নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ জিতলো মিসরের ওমর আল জোহাইরি পরিচালিত কমেডি-ড্রামা ‘ফিদারস’। এটাই তার প্রথম ছবি। এবারই প্রথম কোনো আরব নির্মাতা এই সম্মান পেলেন।

১ ঘণ্টা ৫৫ মিনিটের ছবিটিতে তুলে ধরা হয়েছে সমকালীন মিসরের এক নারী ও তার তিন সন্তানের জীবনযাপন। একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে তার স্বামী একজন জাদুশিল্পীর ভুলে মোরগে রূপান্তর হয়। দৃশ্যধারণে সত্যিকারের ৩০টিরও বেশি মোরগ ব্যবহার করা হয়েছে। পরিচালক ওমরকে এক্ষেত্রে সহায়তা করেছেন একজন প্রাণী প্রশিক্ষক।

লুই রোদেরার রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন সান্ড্রা মেলিসা তোরেস। সিমন মেসা সোতোর আমপারো ছবিতে কর্মজীবী মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন তিনি। কলম্বিয়ায় তার ছেলেকে সৈন্যদলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। সন্তানকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন তিনি।

গ্র্যান্ড প্রাইজ ও রাইজিং স্টার অ্যাওয়ার্ডস বিজয়ী নির্বাচনে বিচারকদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বর্ণ পাম জয়ী রোমানিয়ার পরিচালক ক্রিস্টিয়ান মুনজিউ।

‘ওলগা’ ছবির দুই চিত্রনাট্যকার ইলি গ্রাপ ও রাফায়েল দেপ্ল্যঁশার কাছে গেছে এসএসিডি অ্যাওয়ার্ড। এতে ইউক্রেনের একজন জিমন্যাস্ট প্রতিযোগীর গল্প তুলে ধরা হয়েছে।

পরিবেশনা পুরস্কার হিসেবে গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পেয়েছে ইমানুয়েল মার ও জুলি ল্যঁকুস্ত পরিচালিত ‘জিরো ফাকস গিভেন’। এর গল্প বাজেট এয়ারলাইনসের বিমানবালা ক্যাসান্ড্রাকে ঘিরে। যন্ত্রের মতো অতিরিক্ত সময়েও দায়িত্ব পালন করে সে। হঠাৎ বরখাস্ত হয়ে গেলে বাড়ি ফিরে নিঃসঙ্গ হয়ে পড়ে এই তরুণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *