কালীগঞ্জে অর্ধশত হতদরিদ্র পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরন

Share Now..


ঝিনাইদহের কালীগঞ্জে অর্ধশত হতদরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মানের জন্য টিন ও অর্থ প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদে দুঃস্থ পরিবারদের হাতে টিন ও টাকার চেক তুলে দিয়ে বিতরন অনুষ্টানের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল মাসুম জানান, সরকারের জি আর প্রকল্পের আওতায় কালীগঞ্জে হতদরিদ্র গরিব পরিবারের ঘর নির্মানের জন্য টিন ও অর্থ দেওয়া হচ্ছে। এ উপজেলার ৫০ টি দরিদ্র পরিবার প্রতি এক বান টিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়। এ বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, মালিয়াট ইউপি চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম, সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন আ’লীগ নেতা লিয়াকত আলী খান লিটন ও কাষ্টভাঙ্গা ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *