কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেয়াজ প্রণোদনা কর্মসূচিতে প্ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে- এম পি আনার।
” হুসাইন কবীর সুজন “
ঝিনাইদহ কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গ্রীষ্মকালীন পেয়াজ প্রণোদনা কর্মসুচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোঃ আনোয়ারুল আজীম আনার মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ -৪, বিশেষ অতিথি এস এম জাহাঙ্গীর সিদ্দিক চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ, শিবলী নোমানী ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ, শাহানাজ পারভীন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ আরও উপস্হিত ছিলেন,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া, সিনিয়র সাংবাদিক মোস্তফা আঃ জলিল, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শিকদার মোঃ মোহায়মেন আক্তার, অনুষ্টানের সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। অনুষ্টানে ৪০০ জন কৃষকের মাঝে ১ কেজি পেয়াজের বীজ ২০ কেজি ডি এপি,২০ এমওপি,৩০০ গ্রাম সুতা,১ রোল পলিথিন এবং ২৮ ০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।