কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আহত ১
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আঃ মান্নান(৫০)
নামের এক ব্যক্তিকে মারাত্ব ভাবে জখম করা হয়েছে। বুধবার(২ জুন) দুপুরে
ঘটনাটি ঘটে।
আব্দুল মান্নান ত্রিলোচনপুর ইউনিয়নের বড়ঘিঘাটি গ্রামের আনসার বিশ্বাসের
ছেলে। বর্তমানে তিনি কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে।
অভিযোগ সূত্রে জানা যায়,ঘিঘাটি গ্রামের বারী জর্দ্দারের ছেলে সরোহাব
হোসেন সারাবের জমি সংলগ্ন আঃ মান্নানের ১২ শতক জমি। সারাবের জমিতে
বাঁশ ঝাড় থাকার কারনে জমিতে চাষ করতে সমস্যা হয় মান্নানের। এ বিষয়ে
একাধিকবার পারিবারিক ভাবে বলা সত্তেও জমিতে ঝুলে পড়া বাশের আগা কেটে
ফেলায় সারাব পরিবারের লোকজন মান্নানকে এলোপাতাড়ি মারধর ও মাথায় আঘাত
করে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সারাব হোসেনের ছেলে সোহাগ জানান,আমাদের জমি সংলগ্ন বাঁশ
ঝাড়। বাঁশের আগা কাটাকে কেন্দ্র করে গোলমাল হয়েছে। আমি বিষয়টি শুনেছি
বাইরে ছিলাম।
স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বর ইমতিয়াজ হোসেন বলেন,বিষয়টি আমি অবগত
আছি। বাঁশের আগা কাটাকে কেন্দ্র করে সারাব মান্নানকে মেরে হাসপাতালে
পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান মিয়া
জানান,এজাহারের ভিত্তিতে আমারা তদন্ত কর্যক্রম অব্যাহত রেখেছি।