কাশ্মিরে পুলিশের গুলিতে টিআরএফের শীর্ষ কমান্ডার নিহত

Share Now..

কাশ্মিরের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি গোষ্ঠী প্রতিরোধ ফ্রন্টের (টিআরএফ) প্রধান আব্বাস শেখ এবং তার ডেপুটি সাকিব মঞ্জুর নিহত হয়েছেন। খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কাশ্মির পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, জঙ্গি গোষ্ঠীর এই সদস্যরা কয়েক ডজন মানুষ হত্যায় জড়িত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য- বিশিষ্ট আইনজীবী বাবর কাদরী এবং দেশের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন কর্মী হত্যার ঘটনা।

তিনি বলেন, টিআরএফ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার একটি শাখা।

প্রতিবেশি দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসানের পর থেকেই কাশ্মিরকে নিয়ে বিতর্ক চলছে। অঞ্চলটিতে তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠিত বিদ্রোহে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *