কাশ্মিরে শিশু হত্যাকারী চিতা আটক

Share Now..

ভারতের কাশ্মিরে এদা নামের এক চার বছরের শিশু প্রাণ হারিয়েছিল চিতার হাতে। ব্যাপক চেষ্টার পর সেই চিতাকে আটক করতে সক্ষম হয়েছে জম্মু ও কাশ্মির প্রশাসন। মঙ্গলবার (১৫ জুন) এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বাডগামের ডেপুটি কমিশনার শাহবাজ মির্জা বলেছেন, অবশেষে চিতাবাঘটি বন্যপ্রাণী বিভাগের নেতৃত্বাধীন যৌথ দলের ফাঁদে আটকা পড়েছে। প্রাণিটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ৩ জুন অম্পুরা গ্রামে বাড়ির আঙিনায় খেলছিল শিশু এদা। ওখান থেকে চিতাটি তাকে টেনে নিয়ে যায়। পরে শিশুটির দেহ পাওয়া যায় জঙ্গলের প্রায় এক কিলোমিটার ভেতরে। অফিশিয়াল পরিসংখ্যান অনুসারে, ২০১১ সাল থেকে এখন পর্যন্ত জম্মু ও কাশ্মিরে বন্যপ্রাণীর হাতে প্রাণ হারিয়েছেন ১৯৬ জন। একইসময়ে আহত হয়েছেন দুই হাজার ৩২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *