কুকুরের সঙ্গে ধাক্কায় সড়কে পড়ে প্রাণ গেলো ২ যুবকের
Share Now..
দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী ২ যুবক।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার নয়াবাজারের মজনু মিঞার ছেলে মো. শহিদ (৩৮) ও সাহেবপাড়ার শামসাদ আলীর ছেলে মো. শাহিন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদ ও শাহিন মোটরসাইকেলে সৈয়দপুর থেকে পঞ্চগড় যাচ্ছিলেন। পথে পূর্ব মল্লিকপুর কলেজের সামনে হাইওয়ে রোডে কুকুরের সাথে ধাক্কা লেগে পড়ে যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার ওসি রেজাউল হক। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।