কুলাউড়ায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলো ১৪ রোগী
কুলাউড়ায় জটিল রোগে আক্রান্ত নারী-পুরুষ রোগীদের মধ্যে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু।সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ১৪ জন অসহায় রোগীর মধ্যে ৭ লাখ টাকার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মার পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমার দায়িত্বকালীনসময়ে এলাকার রাস্তাঘাট, শিক্ষাসহ বিভিন্নক্ষেত্রে মানুষের কল্যাণে ও কুলাউড়ার উন্নয়নে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি।
তিনি কুলাউড়াবাসীদের আশ্বস্ত করে বলেন, কুলাউড়া শহরের ৪ কিলোমিটার রাস্তা প্রশস্ত করে ৪ লেনে উন্নীত করণের জন্য প্রায় ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও ১০০ শয্যায় উন্নীতকরণসহ ১০ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামসহ আরও অনেকে।