কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় কৃষক নি*হত
Share Now..
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার জগতি রেল স্টেশনের অদুরে কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোবহান মন্ডল সদর উপজেলার মাদ্রাসাপাড়ার মৃত গফুর মন্ডলের ছেলে এবং পেশায় কৃষক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কৃষক সোবহান মন্ডল নিজের ধানি জমি দেখতে মাঠে যাচ্ছিলেন। এসময় রেললাাইন অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক।