কোটচাঁদপুরে উপজেলা কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর উদ্ভোধন
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তি প্রস্তর শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভিত্তি প্রস্তর উদ্ভোধন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু,সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।নির্মাণধীন কাজের ঠিকাদার মিন্টু খান নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানান।