কোটচাঁদপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪সেপ্টেম্বর) বিকালে উপজেলার দয়ারামপুর স্পোর্টস একাডেমীর আয়োজনে স্থানীয় ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে যশোর রুপদিয়া ফুটবল একাদশ ও খুলনা ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময়ের মধ্যে যশোর রুপদিয়া ফুটবল একাদশ ২-০ গোলে খুলনা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদেরে হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
দোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাবিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সাফদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশের আলী নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।