কোটচাঁদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবাষির্কী পালিত

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বাষির্কী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ই আগস্ট) সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁঁন চঞ্চল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইন্চার্জ মঈন উদ্দিন, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে নেওয়া প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *