কোটচাঁদপুরে বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শন করলেন, ওসি মঈন উদ্দিন

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ নং বিট পুলিশিংসহ সকল বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শন করলেন মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন।

মডেল থানার অফিসার ইনচার্জ বলেছেন, ‘মানুষ যাতে তাঁর যে কোন সমস্যা নিয়ে সরাসরি পুলিশের সাথে কথা বলতে পারে আর পুলিশও যেন দ্রুত সেবা দিতে পারে সে লক্ষেই পরিচালিত হয়েছে বিট পুলিশিংয়ের কার্যক্রম’।

বুধবার (১৮ই আগস্ট) সকালে কোটচাঁদপুর পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত বিট পুলিশিং-৩ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

ওসি তার বক্তব্যে আরও বলেন, ‘পুলিশ সব সময় জনগণকে নিয়ে কাজ করে। মানুষের যে কোন বিপদে, সমস্যায় সহযোগিতা দেবার জন্য প্রস্তুত থাকে পুলিশ’। আইন-শৃঙ্খলা সুষ্ঠ রাখতেএলাকার মানুষদের সহযোগিতারও আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুর মান্নান, ৩নং বিট ইনচার্জ এসআই মাসুদুর রহমান, এএসআই রাসেল, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশারসহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *