কোটচাঁদপুরে বেগম রোকেয়া দিবস উদর্যাপন উপলক্ষে ৫জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে
পুড়াপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার সকালে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদর্যাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ জতিয়াদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবস উদর্যাপন উপলক্ষে জতিয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর)আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমুখ।
পরে ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রধান করা হয়।